Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড
  • উপজেলা পরিষদ চেয়ারম্যানের  তত্বাবধানে এবং উপজেলা নির্বাহি অফিসারের সমন্বয়ে কাজ করা
  • উপজেলা  পর্যায়ে পরিবার পরিল্পনা কার্যক্রমের ব্যবস্থাপনা তত্বাবধান ও বাস্তবায়ন নিশ্চিত করা
  • মাও শিশু স্বাস্থ্য , পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা কার্যক্রম সমন্বয় করা 
  • স্বাস্থ্য ও পরিবার কল্রাণ কেন্দ্র , কমিউনিটি ক্লিনিক এবং  স্যাটেলাইট ক্লিনিক সমূহের মাঠ পর্যায়ে তদারকী করা
  • কর্ম এলাকার বে-সরকারী সংস্থাসমূহের কার্যক্রমের সমন্বয় সাধন এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করা
  • লক্ষমাত্রা অনুসারে মা ও শিশু স্বাস্থ্য , পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা প্রদান , মনিটরিং ও মূল্যায়ন করা।
  • মাঠ পর্যায়ে জন্ম নিরোধক এবং শিশু স্বাস্থ্য সেবা গ্রহন কারীদের উপাত্ত যাচাই করা
  • মাঠ পর্যায়ে  তথ্য , শিক্ষা ও যোগাযোগ কার্যক্রম নিশ্চিতকরন , সক্রিয় অংশগ্রহন এবং মনিটরিং করা।
  • মা ও শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক প্রচারাভিযান , উদ্বুদ্ধকরন সভার আয়োজন ও বাস্তবায়ন নকরন।
  • উপজেলা/ইউনিয়ন পরিষদ এবং নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণের মাধ্যমে উদ্ধুদ্ধকরণ কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  • এলাকায় বৃক্ষরোপন , নিরক্ষরতা দূরীকরণ , বাল্য বিবাহ রোধকল্পে আইইসি কর্মসূচী প্রণয়ন ও বাস্তবায়ন করা।
  • মাঠ পর্যায়ে পরিবার কল্যাণ সহকারী  রেজিষ্টার তদারকী , মনিটরিং ও বাস্তবায়নকরণ।
  • পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণকারী , মা ও শিশু স্বাস্থ্য  ও পুষ্টি সেবা গ্রহণকরীদের উপাত্ত যাচাইকরণ।
  • দপ্তরের মাধ্রমে তথ্য প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার সম্প্রসারণে সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করা।
  •  সরকার , উপজেলা পরিষদ বা অন্য কোন উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।